আমরা সবাই চাই আল্লাহর তা’আলার সাথে আমাদের সম্পর্ক যেন একদম মজবুত হয়, কিন্তু ইচ্ছা থাকলেও আমরা অনেকেই সেটা পারি না। দ্বীনের উপর চলতে গিয়ে বারবার আমাদের পা ফসকে যায়, ঈমানে চলে আসে দুর্বলতা। আর আমাদের নফস তো গুনাহের দিকেই ঝুঁকে থাকে। তাহলে এই সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করার উপায় কী?
এই উপায় আল্লাহই আমাদের জানিয়ে দিয়েছেন। এবং এই উপায়কে কাজে লাগানোর জন্য তিনি আমাদের যে সকল নিয়ামত দিয়েছেন তার মধ্যে রামাদান একটি। রামাদান ই উপযুক্ত সময়, যাবতীয় পাপ, ইবাদতে দুর্বলতা আর অলসতা ঝেড়ে ফেলে আল্লাহর দিকে ছুটে আসার।
রামাদানে শয়তান তো শেকল বদ্ধ থাকে, তারপরও কেন আমরা রামাদানেও পাপে জড়িয়ে পড়ি? রামাদানে অনেক অনেক ইবাদত করে আল্লাহকে খুশি করার দৃঢ় নিয়্যত থাকলেও কেনো আমরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না?
এই সব কিছুর ই সমাধান আছে, উপায়ও আছে যার মাধ্যমে রামাদানকে কাজে লাগিয়ে এমন জান্নাত অর্জন করা যায়,যার ছাদ হবে আল্লাহর আরশ।
আমরা ধাপে ধাপে আপনাদের কাছে সেই চমৎকার উপায় গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ।